মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার পাহাড়পুর ব্রীজের পূর্বপাশে পথ গতিরোধ করে সাব্বির(২০) নামের এক যুবককে হত্যার উদ্দ্যেশে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।আহত সাব্বির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুর্কীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
থানায় অভিযোগ সূত্রমতে জানা যায়,উপজেলার গোড়াই ইউনিয়নের পাথালিয়াপাড়া এলাকার মোঃ জাফরের ছেলে মোঃ সাব্বির(২০) কে আজ (২৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বাড়ি থেকে বাইকে করে পাহাড়পুর যাবার পথে ব্রীজের পূর্বপাশে পৌঁছালে ৫-৬ জন ছেলে চাপাতী,চাইনিজ কুড়াল,লাঠি,মটর সাইকেলের সকেট জাম্পার সহ বাইকের গতিরোধ করে এলোপাথারী মারপিট করতে করতে টেনে হিচড়ে নদীর পাশে বাগানে নিয়ে যায়।বাগানে নিয়ে রশি দিয়ে হাত পা বেধে হত্যার উদ্দ্যেশে মারপিট করতে থাকে।গলায়, বাম পায়ের হাটুর নিচে,পিঠে,ডান হাতের কব্জির উপর কাটা রক্তাক্ত গুরুতর জখম করাসহ নিলাফুলা জখম করে।
এ সময় সাব্বির ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে স্থান পরিত্যাগ করে।স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স জামুর্কীতে নিয়ে যায়।
আহত সাব্বির বলেন,হামলাকারীরা পূর্ব শত্রুতার জেরে মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ কাউসার আহম্মেদ জিএম এর নেতৃত্বে হত্যার উদ্দ্যেশে হামলা করেছে।হামলাকারীরা হলো; ১। মোঃ কাউসার আহম্মেদ জিএম(২৬) ২।ইরাজ(২৩), এদের উভয়ের বাসা কুমারজানিতে মা সিএনজি পাম্পের পশ্চিম পাশে ৩।ছাব্বির(১৮) পুষ্টকামুরী দক্ষিণপাড়া ৪।জাহিদ (২০) পুষ্টকামুরী দক্ষিণপাড়া এছাড়াও অজ্ঞাতনামা আরও ২-৩ জন ছিলো।
এই ঘটনায় বাদী হয়ে রওশন আরা (৬৫) স্বামী মৃত আব্দুর রাজ্জাক ঘটনার সাথে জড়িত ৫-৬ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
রওশন আরা বলেন,আমার নাতী সাব্বির মির্জাপুর এক্কাবর হোসেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করে বর্তমানে বিদেশ যাবার চেষ্টায় আছে।স্কুলে পড়াশোনা করার সময়ে বিবাদীরা বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চালিয়ে আসছিলো।সেই আক্রোশে আজ এই হামলার ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন,ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
মির্জাপুর থানার ডিউটি অফিসার আবুল বাশার বলেন,ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।