খাগড়াছড়ি প্রতিনিধি ঃ-
মুক্তিযুদ্ধের সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরীর তৃতীয় মৃত্যু বাষিকী পালিন করা হয়েছে।
দোস্ত মোহাম্মদ চৌধুরীর স্মরণে আজ ০৯ অক্টোবর ২০২২ দোয়া, খতম মিল্লাত মাফিল করা হয়েছে।
দোস্ত মোহাম্মদ চৌধুরীর ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।২০১৯ সালের (১১ অক্টোবর) ভোরে জেলা সদরের মধুপুরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছিলেন।
তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সকলে আয়োজনে দুপুরে, এতিম ও মাদ্রাসার এবং আত্নীয় স্বজনদের খাবারের আয়োজন করেন।জেলা আওয়ামীলীগ পরিবারের নেতাকর্মীদের দাওয়াত দেওয়া হয়।
আলতাফ চৌধুরী বলেন- আজকের কুলখানিতে আমার বাবার জন্য দোয়া চাই আল্লাহ যাতে জান্নাত বাসি করেন,আপনারা সবাই আমাদের পরিবারের জন্য ও দোয়া করবেন।
কুলখানিতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরা
এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, সহ আত্নীয় স্বজনরা অংশ নেয়।