সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ১৬ মে মঙ্গলবার তানোর মুন্ডুমালা পৌর স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে এবং আহবায়ক মো.শেখ সাহেন শাহের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.মমিনুল ইসলামের সঞ্চালনায় মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক শামসুল আলম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১(তানোর গোদাগাড়ী )আসনের সাংসদ ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট।আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন,জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন,তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সভাপতি মো.আমির হোসেন আমিন,পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন,বাধাঁইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওপরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা,প্রধান শিক্ষক জিল্লুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক ওতরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ,প্রভাষক মুন্সেফ আলী ও কলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা প্রমূখ।সভায় সর্বসম্মতি ক্রমে মো.শেখ শাহেন শাহকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে মুন্ডুমালা পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।