মন্টু দাশ, ব্যুরো প্রধান, সিলেট।
সভাপতি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান, কার্যকরি সভাপতি শামীম ও সম্পাদক বিকুল চক্রবতী
উৎসব মূখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নিবার্চন। সভাপতি পদে নিবার্চিত হয়েছেন সাপ্তাহিক জয়বাতার্র সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবতীর্।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়।
ভোটে নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকতার্ ডা: সম্পদ সিংহ। নিবার্চনে ১৭ পদে মোট ৪০জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।
ভোটে অনান্য পদে যারা বিজয়ী হয়েছেন কার্যকরি সভাপতি দৈনক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সহসভাপতি পদে আরটিভি ও আমাদের সময় এর মৌলভীবাজার স্টাফ রিপোটার্র চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ইমন কল্যাণ দেব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেইলি ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবতীর্, যুগ্ম সাধারণ সম্পাদক মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক পদে অর্থকাল এর প্রতিনিধি কাউছার আহমদ রিয়ন, দপ্তর সম্পাদক পদে ঢাকা নিউজ এর শ্রীমঙ্গল প্রতিনিধি জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ডেইলি অবজারভার এর শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, প্রচার সম্পাদক পদে ডেইলি নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্জুন চন্দ্র দাশ দৈনিক ডেল্টা টাইমস শ্রীমঙ্গল প্রতিনিধ, সদস্য পদে দেলোয়ার হোসেন রাহিদ, রাসেল আহমদ, হুমায়ুন কবির রিপন ও বর্ণ চক্রবতীর্।
এদিকে দিনব্যাপী এই নিবার্চনকে আনন্দ মূখর করতে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নিবার্হী কর্মকতার্ আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নিবার্চন কর্মকতার্ তপন জ্যোতি অসীম, জেরিন চা বাগানে ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ কর্ণ চন্দ্র মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।