সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত করে আসছে রাজশাহী তানোর মহিলা ডিগ্রি কলেজ।উপজেলা প্রশাসনের পাশাপাশি মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম পহরে তানোর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ও নিজ কলেজে পতাকা উত্তোলন, আলোচনা সভার শুভ সূচনা করেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অনুকুল কুমার ঘোষ।আলোচনা সভার শেষে দেশ জাতী ও একুশের শহীদদের উদ্দেশে বিশেষ মোনাজাত করা হয়।এসময় তানোর মহিলা ডিগ্রি কলেজে অধ্যাপক বৃন্দ, কর্মচারী ও ছাএীরা উপস্থিত ছিলেন।