আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২২ রোজ বুধবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর রংপুর মডেল সার্ভিস সেন্টারে উক্ত অফিসের হিসাবরক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ নাফিউল ইসলামের সঞ্চালনায় এবং এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার (উঃ) ও সার্ভিস সেন্টার এর ভারপ্রাপ্ত ইনচার্জ জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর উর্ধ্বতন বিপণন কর্মকর্তা ( গ্রেড -১) মোশফিকুর রহমান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,(রাজশাহী, রংপুর বিভাগীয় ইনচার্জ ) উর্ধ্বতন বিপণন কর্মকর্তা, এম এম হোসাইন আহমদ। আরো উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার (উঃ) ও ইনচার্জ সৈয়দপুর সার্ভিস সেন্টার জনাব মোঃ তারিকুল ইসলাম। ডেপুটি জেনারেল ম্যানেজার (উঃ) জনাব মাহবুবুর রহমান, মোঃ মজমুল হক,জান্নাতুল ফেরদৌস, মায়দুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মারনুস, নয়ন ,মোহাব্বত, চাঁদনী আক্তার, ইব্রাহীম আলম, মেহেদী হাসান সহ সকল স্তরের কর্মী – কর্মকর্তাবৃন্দ।রংপুর মডেল সার্ভিস সেন্টারের কর্মী – কর্মকর্তাগণ দের অধিকতর প্রশিক্ষণের দেয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন সেই সাথে সেপ্টেম্বর – ২০২২ মাসিক ক্লোজিং এর মধ্যে ১০ লক্ষ টাকা ১ম বর্ষ প্রিমিয়াম প্রদানের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।প্রধান কার্যালয়ের পক্ষ হতে রংপুর মডেল সার্ভিস সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন উর্ধতন কর্মকর্তা বৃন্দ।