দিপু মন্ডল জেলা ,প্রতিনিধি যশোর
জেলা গোয়েন্দা শাখা, যশোর
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৪টি সফল অভিযানে
২২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৭০ বোতল মাদকদ্রব্য কোডিন ফসফেট এবং ০৩ কেজি গাঁজা উদ্ধার সহ গ্রেফতার-০৭
অভিযান-০১
(২২ জুলাই ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম
ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৩০ ঘটিকায় যশোর বেনাপোলপোর্ট থানাধীন দক্ষিন বারপুতা সাকিন্থ, দক্ষিন বারপুতা মাঝের পাড়া মসজিদের উত্তরে ইটের রাস্তার উপর হইতে পলাতক আসামী ১। মোঃ লিটন হোসেন ঢালী (৪০), পিতা-মৃত তাহাজ্জত আলী ঢালী,মাতা-মোছাঃ আবু সুরাত, সাং-দক্ষিন বারপুতা (মাঝেরপাড়া), থানা-বেনাপোলপোর্ট, জেলা-যশোরের (দখলীয়) ফেলে যাওয়া মতে মোট ৭০ (সত্তর) বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন ফসফেট উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ২,১০,০০০ /-টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২২ জুলাই ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম
ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বাঘারপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ১৮.৫০ ঘটিকায় যশোর যশোর জেলার বাঘারপাড়া থানাধীন ১নং জোহরপুর ইউপির বেতালপাড়া সাকিনস্থ জনৈক জামত আলী শেখের মুদি দোকানের সামনে বেতালপাড়া হইতে চতুরবাড়ীয়া গামী ইটের সলিং রাস্তার উপর হইতে আসামী ১। আবু সাঈদ(২৭), পিতা-এজের আলী, মাতা-কোহিনুর বেগম, সাং-বেতালপাড়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর কে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৩৯,০০০ /-টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(২২ জুলাই ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/৫৬২ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনাকালে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পশ্চিম পাশে জনৈক মনি বাবু @ মনির হোসেন এর পানের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ মনিরুল ইসলাম(১৯), পিতা-এসকেন্দার খাঁ, মাতা-জায়েদা বেগম, সাং-খলিয়াখালী, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-শংকরপুর (জাহাঙ্গীরের বাসা), থানা-কোতয়ালী, জেলা-যশোর, ২। মোঃ সাকিব হাসান(১৯), পিতা-আব্দুল আজিজ, মাতা-মনোয়ারা বেগম, সাং-শংকরপুর (কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে), থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ২৭,০০০ /-টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) নিরমল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৪
(২৩ জুলাই ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান, এএসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)/ শেখ কামরুল আলম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা কালে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার টু নিউ মার্কেট গামী হাইকোর্ট মোড়স্থ পাঁকা রোডের পূর্ব পাশে আলিফ থাই গ্লাস হাউজের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী আসামী ১। মিন্টু গাজী(৪২), পিং-মৃত লালু গাজী, মাতা-ইছা খাতুন, সাং-শেখহাটি জামরুলতলা, মসজিদ রোড, থানা-কোতয়ালী মডেল, ২। মোছাঃ আরজিনা বেগম(৪৪), স্বামী-আবুল কালাম বিশ্বাস, মাতা-রিজিয়া বেগম, সাং-মাজালী পূর্বপাড়া, থানা-চৌগাছা, উভয় জেলা-যশোর দ্বয়কে ০৩ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,৮০,০০০ /-টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ)/ মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।