সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি শরীয়তপুর।
শরীয়তপুরের জাজিরার শফিকাজির মোর হতে, বেলা ১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৮ম দিনের ন্যায় মৎস অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। এসময় তার সাথে নেতৃত্বে সহযোগিতা করেন
বাংলাদেশ নৌ পুলিশের একটি টিম, উপজেলা মৎস্য অফিসার এবং জাজিয়া থানা পুলিশ।
এ সময় পদ্মা নদীর জাজিরা পয়েন্টে ট্রলার ও স্পিড বোট নিয়ে রনাজ্ঞনের নেতৃত্ব দেওয়ার মতো করে ২টি ট্রলার আটকান। তার এমন নেতৃত্তে পারের সাধারন মানুস খুশি হয়ে বলেই ফেললো আমাদের দেশের মেয়েরাও পারে শক্ত হাতে আইন রক্ষা করতে।কয়েক জন মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী এমন চৌকস লোকি যেনো নিয়োগ প্রদান করেন।পরে পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় ট্রলার ২টি পারে নিয়ে আসেন।
এর পর পূনারায় নদীতে অভিযান দিয়ে মাছ ও মৌসুমি জেলেদের গ্রেফতার করেন।
এসময় ৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করে, জাজিরা থানাশ সোপর্দ করেন।সেই সাথে জব্দকৃত,
৩৫,০০০ মিটারের অধিক কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করেন। উদ্ধারকৃত ১০ কেজি ইলিশ মাছগুলো, সামনে দাড়িয়ে থেকে দুইটি এতিমখানায় প্রদান করেন,এবং জনগনকে মাছ না ধরার জন্য,নিরুৎসাহিত করতে, সাংবাদিকদের ব্যাপক প্রচারনা করার আহবান জানান।
এমন অভিযান অব্যাহত থাকবে বলে সাধারন মানুষকে আইন মানার পরামর্শ ও সহযোগিতার জন্য অনুরোধ করেন।