মোঃহাবিবুর রহমান (হাবিব)পীরগাছা (রংপুর)প্রতিনিধিঃ
‘তুচ্চ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ ও উন্নত চিকিৎসা সেবা দ্বোরগোড়ায় পৌঁছে দিতে রংপুরের পীরগাছায় অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও রংপুর এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সহযোগিতায় বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রত্যন্ত অঞ্চলের ৬০০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ টেস্ট ও ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলার অন্নদানগর উচ্চ বিদ্যালয়ে চলে এ কার্যক্রম। গাইনী বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, শ্বাস কষ্ট, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে তারা দিনব্যাপী রোগী দেখেন।
এসময় উপস্থিত ছিলেন এশিয়া ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের জেনারেল ম্যানেজার নওশাদ আলী, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান ও পরিচালক হারুন অর রশিদ রাসেল এবং ডা. মেহেদী হাসান মুন সহ তার টিম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ সরকার, অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সমর আলী, সহসভাপতি পারভেজ হোসেন, উপদেষ্টা রমজান আলী, রংপুর ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবক, কুড়িগ্রাম মানবিক সোসাইটির স্বেচ্ছাসেবক হোসেন আলী ও জাহাঙ্গীর আলম, পীরগাছা বিন্দু সামাজিক পরিবারের সভাপতি ওমর ফারুক, শিশির রক্তদানের স্বেচ্ছাসেবক সজীব হোসেন ও অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক সহ আরও অনেকে।
চিকিৎসা সেবা নিতে আসা অনেকে বলেন, এটা একটি ভালো উদ্যোগ। অনেক গরীব মানুষ টাকার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারে না, উন্নত চিকিৎসা করাতে পারে না। বিনামূল্যে এই হেলথ ক্যাম্পে ১২জন এমবিবিএস ডাক্তার আমাদের দেখে ঔষধ দিয়েছেন।
অন্নদানগর তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সমর আলী বলেন, অনেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মনে করেন একটি প্রতিপক্ষ দল। তারা মনে করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বাহিরের রাষ্ট্র দ্বারা পরিচালিত। স্বেচ্ছাসেবী কোন স্বার্থের জন্য নয়, কোন লাভের জন্য নয়, কোন অর্থের জন্য, কোন সুনামের জন্য নয়, স্বেচ্ছাসেবী প্লাটফর্ম হচ্ছে মানবিক মানবতার এবং স্বেচ্ছায় উজার মনে ভালো কিছু করার।
এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হারুন অর রশিদ রাসেল বলেন, প্রত্যন্ত অঞ্চলে কিছু খেটে খাওয়া মানুষ স্বাস্থ্য বিষয়ে সচেতন নয়। তারা শুধু ঔষধের উপর নির্ভর করে। বিভিন্ন সংগঠন হেলথ ক্যাম্প করে এবিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধি করে থাকে।