সোহেল রানা,কুড়িগ্রামঃ
আসছে ২৯ অক্টোবর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করতে গতকাল( ১৯ অক্টোবর) বুধবার বিকেলে পুরাতন পোষ্ট অফিস মোড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে জেলা কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানার সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বিদ্যুৎ,।আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক বাবু,ভূরুঙ্গামারী উপজেলা কৃষকদলের কাশেম আলী সহ জেলা উপজেলা পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ।এ সময় বিভাগীয় সমাবেশ কে সফল করতে কুড়িগ্রাম জেলা বিএনপির সাঃসম্পাদক সাইফুর রহমান রানা ( সাবেক এমপি) সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাসিবুর রহমান হাসিব সহ একটি টিম গতকাল চিলমারী উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা সম্পন্ন করেন। এরপর নেতৃবৃন্দ চিলমারী নদী ঘাট হতে নৌকায় রৌমারী ও রাজীবপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় যোগ দিতে রওনা হন বলে বিএনপি সূত্রে জানা গেছে।