সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী জেলার ৯টি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম এর সভাপতিদের নিয়ে নারীর ক্ষমতায়নের লক্ষে রাজশাহী জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচন-২০২২ রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাকি তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। (২৭ ডিসেম্বর) মঙ্গলবার দিন ব্যাপী নানান আয়োজনে রাজশাহী জেলা পরিষদ হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
শবনম মুস্তারি মহিলা বিষয়ক কর্মকর্তা।রাজশাহী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য (মেম্বার) ও ৯ উপজেলার নারী ভাইস চেয়ারম্যানদের নিবন্ধনের মাধ্যমে মহিলা জনপ্রতিনিধিরা নাম নিবন্ধন করে ভোটার হন।নির্বাচনে মোট ৭১ জন মহিলা প্রতিনিধি অংশ নেন।উপস্থিত সবাই নির্বাচনের মাধ্যমে নারী উন্নয়ন ফোরাম গঠনের আগ্রহ প্রকাশ করেন এতে গোদাগাড়ী উপজেলা মহিলা লীগ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি, মিসেস সুফিয়া বেগম মিলি সভাপতি ও তানোর উপজেলা মহিলা লীগ সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তানোর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি, সোনিয়া সরদার কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট নারী নেত্রী শবনম মুস্তারী মহিলা বিষয়ক কর্মকর্তা আহবায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন। নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল জলিল, এডিএম, ডিজিএলজি মহোদয় এবং সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।