সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গােৎসব সামাজিক সম্প্রীতি বজায় রেখে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছালাম চাষি, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম,উমরমজিদ ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবির আদিল, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক,সূর্যকান্ত মিশ্র,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব,ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সভায় আসন্ন দুর্গাপূজায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ও সমাজে সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নানা বিষয়ে আলোচনা হয়।