সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা,উপজেলা প্রসাশন,উপজেলা পরিষদ,রাজারহাট থানা,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,দলিল লেখক সমিতি।
মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মোড়ালে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আব্দুল্লাহিল জামান,রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,চাকিরপশার ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,
প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাংবাদিক সোহেল রানা সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭ই মার্চের ভাষণ,কবিতা আবৃতি,চিত্র চিত্র অংক,প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।