সোহেল রানা,কুড়িগ্রামঃ
প্রশিক্ষিত যুব,উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে মঙ্গলবার সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হক,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়,যুব উদ্যোক্তা সৌরভ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,শ্যামল কুমার দাস। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগোরিতে প্রশিক্ষন প্রাপ্তদের মাঝে সনদপত্র চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।