সোহেল রানা,কুড়িগ্রামঃ
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (০৯ নভেম্বর) সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ফাতেমা,
উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,কৃষি কর্মকর্তা সম্পা আকতার,
প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান,তদন্ত ওসি প্রাণকান্ত রায়,প্রেসক্লাব রাজারহাটে সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর,আইসিটি ও কেবিনেট ডিভিশনের সহযোগিতায় এবং রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২৫টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করে। মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।