সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে বিধবার জমি জোর পূর্বক দখল ও হয়রানী’র অভিযোগ উঠেছে শাহিন আলম,মোঃ আব্দুস সালাম ও মোঃ হায়দার আলী’র বিরুদ্ধে অভিযোগ করেছেন একজন বিধবা মহিলা। ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন,বাড়ি ও ফসলি জমি ভোগ দখল করে আসছিল। বিবাদীগন চালাক চতুর ও ক্ষমতাশীল হওয়ায় আমার ভোগ দখলীয় জমিতে থাকা বসতবাড়ি ভেঙ্গে দেয় এবং জবর দখল করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মামলা মোকদ্দমা করে।যার মামলা নং-০৯/০৯,
২৯১/১৬,০৬/১৭,৮৬/১৭,১৬/১৯,২২৮/২২ উক্ত মামলার রায় আমার পক্ষে থাকলেও ১নং বিবাদী পরিবহন পুলের ড্রাইভার ও বর্তমানে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামে কর্মরত যার ক্ষমতায় ও সহযোগিতায় অন্যান্য বিবাদীগন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে যার সাক্ষী মোঃ মোন্নাফ আলী ও মোঃ রাজা মিয়া উভয় সাং-একতা বাজার ইউনিয়ন চাকিরপশার থানা-
রাজারহাট জেলা-কুড়িগ্রাম দ্বয় সহ আরো অনেকে অবগত আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। দ্রুত বিয়টির সুরাহা করে জমি ফেরত দেবার দাবি ভুক্তভোগী বিধবা মহিলার।