সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকালে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচেটি পরিচলনা করেন,রেজাউল করিম রেজা, আজিজার রহমান,জাহাঙ্গির আলম এবং ধারাভাষ্যকার হিসেবে ছিলেন,রাশেদুল ইসলাম রাশেদ ও শামসুদ্দিন বসুনিয়া সুমন।ফাইনালে রাজারহাট ইউনিয়ন একাদশের সাথে উমরমজিদ ইউনিয়ন একাদশের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করে খেলায় ৭-২ গোলে সমতা আনে।পরে ৫ গোলে রাজারহাট ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। উক্ত খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক,চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম,উমরমজিদ ইউপি চেয়ারম্যান আহসানুল কবীর আদিল ও প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন-টুর্ণামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। উক্ত ফাইনালে ট্রপি বিতরণের মাধ্যমে খেলাটির সমাপ্তি করা হয়। খেলাটি উপভোগ করেন হাজারো দর্শক।