সোহেল রানা,কুড়িগ্রামঃ
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাটে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তলনে মধ্য দিয়ে উপজেলা পরিষদ আফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সমবায় কর্মকর্তা মোঃ শাহআলম,কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ এনামুল হক,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক,মোঃ রফিকুল ইসলাম,কালব রাজারহাটের সেক্রেটারি মোঃ মোবাশ্বের আলম লিটন,সাংবাদিক সোহেল রানা প্রমুখ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার সকল সমবায় সমিতির কর্মচারী,সদস্যসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বিভিন্ন সমবায় সমিতির মাঝে পুরস্কার প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা সমবায় কার্যলয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহ আলম।