সোহেল রানা,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের রাজারহাটে ৭৫ বোতল স্ক্যার্ফ ও ফেন্সিডিলসহ সফিকুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার
ছিনাই ইউনিয়নের জয়কোমর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।
জানা গেছে,মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানার ওসি মোঃ আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে ছিনাই ইউনিয়নের জয়কোমর গ্রামে অভিযান চালিয়ে ৭৫ বোতল স্ক্যার্ফ ও ফেন্সিডিলসহ সফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান বলেন,আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রাজারহাট সার্কেল) মোঃ জিয়াউর রহমান জানান,পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।