মোঃ মাসুদ ফারুক বাবলু বিশেষ প্রতিনিধি ঃরায়গঞ্জ(সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স খালেক সুপার আইসক্রিম কোম্পানিকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
সরোজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।
এসময় মেসার্স খালেক সুপার আইসক্রিম কোম্পানি বিএসটিআই টিমের কাজে বাধা ও অসত্য তথ্য প্রদান করলে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধষমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কমিটি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, ঘুড়কা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাধন কুমার, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সহ আরো অনেকে ছিলেন বলে জানা যায়।