মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

রায়পুরায় অবৈধ ইটভাটায় পুড়ছে ফসলি জমি

প্রতিবেদক
ঢাকার টাইম
মে ৯, ২০২৩ ৭:১৫ পূর্বাহ্ণ

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :-

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এম জে বি নামক ইটভাটা আইনের তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে ফসলি জমিতে গড়ে তুলেছে অবৈধ ইটভাটা। এই অবৈধ ইটভাটার কারণে পুড়ছে কৃষকের ফসলি জমি। এতে করে দিন দিন কমে যাচ্ছে জমির পরিমাণ। আশঙ্কা তৈরি হয়েছে খাদ্য ঘাটতির। তাই এই ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় কৃষকের বক্তব্য, এই ইটভাটার কারণে দিন দিন আমাদের ফসলের ঘাটতি দেখা দিতে শুরু করেছে। এ মৌসুমে ধান চাষ করে ফলন ভাল হয়নি। ধানের শীর্ষ সব পুড়ে গেছে। কয়েকশত কৃষক আজ পথে বসেছে। কারণ পরিবেশ আইন লঙ্ঘন করে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ফসলি জমির উপর স্থাপন করা হয়েছে এই ইটভাটা। এ ভাটার মালিক জসিম উদ্দিন একজন প্রভাবশালী। তার ভয়ে কেউও প্রতিবাদ করতে সাহস পায়না। তিনি আরও বলেন, কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসন থেকে ইটভাটা বন্ধ করতে ২/৩ বার আসলেও অদৃশ্য কারণে তা আর বন্ধ করা সম্ভব হয়নি।
সরজমিনে গিয়ে দেখা যায়, ইটভাটার আশপাশের ফসলি জমিগুলোতে বি২৯ জাতের বুনন করা ধানের শীর্ষ গুলো ইটভাটার আগুনের তাপ ও ধোঁয়ায় কালো ও লালচে-ধূসর রং ধারণ করে পুড়ে গেছে। বেশ কয়েকটি ধানি জমির পর চাষ করা ভুট্টা ও সবজিগুলোতে (বেগুন) পচন ধরেছে। ইটভাটায় গিয়ে দেখা যায়, পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও ইট তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। এবিষয়ে ইটভাটার ম্যানেজার প্রতিনিধিকে বলেন, আমরা সবকিছু ম্যানেজ করেই এ এলাকায় ব্যবসা করে আসছি। অনেকেই আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে কিছুই হয়নি। ইটভাটার অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা জানান, পরিবেশ অধিদপ্তর থেকে এম জে বি ব্রিকস ফিল্ড নামে কোনো ইটভাটার ছাড়পত্রের অনুমোদন নেই। এ প্রতিষ্ঠানের নাম এ প্রথম আপনার কাছ থেকে শুনলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন (২০০১) ধারায় উল্লেখ আছে, জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া কেউ ইটভাটা চালাতে পারবে না। আরো উল্লেখ আছে, তিন কিলোমিটারের মধ্যে বাড়িঘর ও বসতি এলাকা ফলজ ও বনজ-বাগান শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ইটভাটা অনুমোদন হবে না। এই ব্যাপারে আর জানা গেছে সরকারের ইটভাটা স্থাপনের আইন ২০১৩ অনুযায়ী নিষিদ্ধ এলাকা (বিশেষ করে আবাসিকও সংরক্ষিত বাণিজ্যিক এলাকা, পরিবেশ গত সংকটাপন্ন এলাকায় (কৃষি, বন ও বাগান)কে বোঝানো হয়েছে। কিন্তু রায়পুরা উপজেলার জাহাঙ্গীর নগর এলাকায় আইনের তোয়াক্কা না করে গড়ে উঠেছে হাজী মোঃ জসিম উদ্দিনের এম জে বি ব্রিকস ফিল্ড নামে ইটভাটা। যা আইনের পরিপন্থি।

সর্বশেষ - সারা দেশ

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট