নরসিংদী জেলা থেকে সাদ্দাম উদ্দীন রাজঃ
আজ ১১ অক্টোবর মঙ্গলবার নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৬৮৬টি পরিবারের মাঝে ন্যায্য মূল্যে সরকারি টিসিবি পণ্য বিতরণ করা হইছে।
মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহীর তত্ত্বাবধানে,মির্জাপুর ইউপি সদস্য হাবিবুর রহমান মাসুদ,রতন ইউপি সদস্য, ফরিদ ইউপি সদস্য,মির্জাপুর ইউনিয়ন মুক্তিযোন্ধা প্রজম্ম কমান্ডার সভাপতি রাজ উদ্দীন এবং মির্জাপুর ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন এর উপস্থিতিতে এই টিসিবি পণ্য বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৫৫ টাকা কেজিতে এক কেজি চিনি, ৬৬ টাকা কেজিতে ২ কেজি ডাল, ১১০ টাকা লিটারে ২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।
এসব পণ্য মির্জাপুর ইউনিয়নের ডিলার সুমন বিশ্বাসের মাধ্যমে ৬৭৬ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এসময় মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে শহর থেকে শুরু করে গ্রামের প্রান্তিক পর্যায়েও মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সকল সুযোগ-সুবিধা মানুষ ভোগ করতে পারতেছে।
মির্জাপুর ইউনিয়নের টিসিবি পণ্য ট্যাগ কর্মকর্তা এবং রায়পুরা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. ইখতিয়ার উদ্দিন বলেন, এই প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে ন্যায্য মূল্য পণ্য বিতরণ করে অনেক গরিব মানুষ সুবিধা ভোগ করতে পারতেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করি তিনি এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ আরো এগিয়ে যাবে।