রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আমান উল্লাহ মিয়াকে সংবর্ধনা দিয়েছে মুক্তিযোদ্ধারা। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় মঙ্গলবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন, তারাবো পৌরসভা কমান্ডার মতিন সাউদ, আবুল হোসেন পাঠান, এ কে এম তমিজ উদ্দিন রাজ, জিয়াউল হক, শাহজাহান খান, আলাউদ্দিন, হেলাল উদ্দিন সহ অনেকে।এ সময় বক্তারা, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।