রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের আঙ্গারজোড়া এলাকার কৃষক শরীফ মোল্লার (৫০) বাড়িতে গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট করেছে চাঁদাবাজীর ঘটনায় গত মাসে আঙ্গারজোড়া গ্রামের মহিউদ্দিনকে আসামী করে কৃষক শরীফ মোল্লা বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা করায় প্রতিপক্ষের লোকজন তাদের সমর্থিত ১০-১২ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায় । হামলাকারীরা রাম দা, ছুরি, লাঠিসোঁটাসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কৃষকের বসত বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে । হামলায় আহত কৃষক শরীফ মোল্লা (৫০) ও তার স্ত্রী শিরিন বেগমকে (৪৫) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কৃষক শরীফ মোল্লা বাদী হয়ে রাণীপুরা এলাকার মহিউদ্দিন (৪১), মোক্তার হোসেন (৪৩), হৃদয় (২০), লিয়ন (১৯), গোলজার হোসেন (৪৫) করাটিয়া এলাকার আলম (২৫), পূবেরগাঁও গ্রামের জসিমকে (৩৫) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, এ ঘটনার অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#