রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি এলাকায় গাজী বীর প্রতীক ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শুক্রবার ফজুরবাড়ি প্রাইম রিভার ভিউ বালুর মাঠে আয়োজিত ফাইনাল ফুটবল টুর্ণান্টের খেলা অনুষ্ঠিত হয়,এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন ভূইয়া। ফাইনাল খেলায় হাসিব একাদশ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে মারিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে।পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আহমেদ।
সভায় বক্তব্য রাখেন, আওয়ামিলীগ নেতা শামসুদ্দিন, জজ দেওয়ান, যুবলীগ নেতা সেলিম,আক্তার মোল্লা, ইয়ামিন,মামুনুর রশিদ সহ আরো অনেকে।