রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইলাবো, হরিণা, নিমেরটেক এলাকায় গ্রামীণ রাস্তা ও মাঝিনা খাল পাড় এলাকায় ব্রীজ নির্মাণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ মে উপজেলার হরিণা গ্রামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন কাতেপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব,কায়েত পাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার ও ছাত্রলীগের সভাপতি মোঃ ওমর ফারুক ভূইয়া,কায়েত পাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল,কায়েত পাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোসাঃ শারমিন আক্তার রিমা,চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা শমসের মিয়া,ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন, মতিন ভুইয়া, মোঃ মাসুম মিয়া, সুরুজ ইসলাম, মানিক মিয়াসহ ও আওয়ামী লীগ নেতা আবু বকর আবু সহ আরো অনেকে।
সভা শেষে বস্ত্র ও পাটমন্ত্রী মাইলাবো, হরিণা ও নিমেরটেক এলাকার রাস্তাঘাট পরিদর্শন করেন।