রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ফুটপাতের ৫শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সময় ঢাকা-সিলেট মহাসড়কের ৬টি বাসকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতাকল ২২ নভেম্বর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে এ অভিযান চালানো হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল হকের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানর ও কাঁচপুর থানার ট্রাফিক ইন্সপেক্টর ওমর ফারুক, আনসার ও পুলিশ।