রূপগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিন্ন এলাকায় জান্নাতুল ও রেশমা নামে দুই গৃহবধুকে নির্মমভাবে খুন করা হয়েছে। পারিবাবিক কলহের জেরেই তাদের স্বামীরা তাদেরকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। তারাব পৌর এলাকায় রেশমা আক্তার বৃষ্টি (২২) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তারই পাষন্ড স্বামী ইমন গাজী (মহিবুল্লা ২৫) । ৪ নভেম্বর শুক্রবার ভোর রাতে আমলাব জয়নালের বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
হত্যাকারী ইমন গাজী (মহিবুল্লা) পোটুয়াখালী জেলার কলাপাড়া থানার নীলগঞ্জ এলাকার ইউনুস গাজীর ছেলে। জানা যায় গত পাঁচ বছর আগে ঢাকা জেলা নবাবগঞ্জ থানার ভাগুলিয়া এলাকার জনু মোল্লার মেয়ে রেশমা আক্তার বৃষ্টি সাথে তার বিবাহ হয়। মহিবুল্লা পেশায় একজন রাজমিস্ত্রী।
বিবাহের পরে রূপগঞ্জে আমলাব এলাকায় ডলির স্বামী জয়নালে বাড়িতে ভাড়ায় বসবাস করে রাজমিস্ত্রীর কাজ করে আসছিল।
তাদের পারিবারিক বিবাদের কারণে গত ছয়মাস যাবত মহিবুল্লা বাসায় আসে নাই। গতকাল ভোররাতে ঘরের বেড়াকেটে ভিতরে প্রবেশ করে এবং রেশমার বুকে, পিঠে ও উরুতে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করার পর গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আসপাশের লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়। বাড়ির মালিক জয়নাল ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং হত্যাকারী স্বামী মহিবুল্লাকে আটক করেছে।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌস (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। ভোরে উপজেলার মৈকুলী এলাকায় হাবিবের ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে। ঘটনা পর স্বামী আবদুল্লাহ চৌধুরী পালিয়ে যায়।
নিহতের পরিবারের সদেস্যরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুকে) পরিচয়ের মাধ্যমে জান্নাতুল ও আবদুল্লাহ বিয়ে হয়। কিন্তু স্বামী আবদুল্লাহ প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় স্ত্রীর কাছে। পরে প্রথম বিয়ে কথা জানতে পেরে তাদের দুইজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার ভোর তাদের দুইজনের বাগবিন্ডার হয়। এক পর্যায়ে স্বামী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত জান্নাতুলের স্বামী পলাতক ও বৃষ্টি আক্তারের স্বামীকে আটক করা হয়েছে।