রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের উত্তর হাটাবো গ্রামের কৃষক কামরুজ্জামান গোলাপের (৪৫) দুই শতাধিক ফলন্ত লাউ গাছ গতকাল ২৬ নভেম্বর শনিবার ভোরে কেটে দিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। কৃষক গোলাপ তার এক বিঘা জমিতে লাউ গাছের চারা রোপন করেন। ছোটবড় ৫শতাধিক লাউয়ের সঙ্গে গাছ কেটে দেয় সন্ত্রাসীরা। তাতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে কৃষক কামরুজ্জামান গোলাপ বাদী হয়ে একই গ্রামের সাইফুল ইসলামকে (৩৫) আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থন পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ###
তাং-২৬-১১-২০২২ ইং
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি