ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, একটি অপারেশন দল ৫ মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ৮:৩০ ও ৯:৩০ ঘটিকায় ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর জামাইপাড়া গ্রামস্থ ধৃত আসামী আব্দুল মান্নান(৫২) এর বসতবাড়ীতে ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউনিয়নের কালীনগর বাগানবাড়ি গ্রামস্থ মোছাঃ কোহিনুর বেগম (৪৭) এর বসত বাড়িতে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২৩৯০ লিটার চোলাইমদ, প্লাস্টিকের ড্রাম- ৫টি, এ্যালুমিনিয়ামের পাতিল- ৩টি, মাটির হাড়ি- ৭টি এবং প্লাস্টিকের বালতি- ৪টি সহ আব্দুল মান্নান(৫২), পিতা-মৃত চান মুনসি, মাতা-মৃত মানিজা বেগম, সাং-কালিনগর জামাইপাড়া, মোছাঃ কোহিনুর বেগম (৪৭), পিতা-মৃত কালু আলী, স্বামী-আব্দুল মান্নান, সাং-কালিনগর বাগানবাড়ি, উভয় থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।