ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১৩ জন শিক্ষক কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
১নং গাওদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম মোড়লের সভাপতিত্বে ও গাওদিয়া ২নং সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা পারভীন ও আদর্শ বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাৎ হোসেনের যৌথ সঞ্চালনায়, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি উপজেলা শিক্ষা অফিসার শংকর গোস্বামী।
বিদায়ী শিক্ষকগণ হলেন মো. কাওছার আলী শেখ, মো. আব্দুর রহিম মোল্লা, আ: লতিফ মিঞা, হাচিনা বেগম, মো. জয়নাল আবেদীন, মো. রিয়াজুল হক, আ: খালেক, মো. ছাদেকুর রহমান, মো. রমিজ উদ্দিন শেখ, মো. মনির হোসেন, রীতা রানী পাল, আব্দুল রব, আবু বকর সিদ্দিক প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশিরুল ইসলাম, ফলপাকর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আওলাদ হোসেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষকদের মাঝে মানপত্র,ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।#