ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার আসামি গ্রেফতার। লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু’র উপর জুয়াড়ি, মাদক কারবারির হামলার ঘটনায় সুমন মাদবর (৪১) নামে একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৪ টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে গ্রেফতার করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ।
পুলিশি সুত্রে জানাযায়, সাংবাদিক মিজানুর রহমান ঝিলু’র উপর সন্ত্রাসী হামলার প্রধান আসামি সুমন মাদবর (৪১) কে বিষেশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসাইন বলেন, আসামি সুমন মাদবর কে গ্রেফতার করার জন্য সম্ভাব্য কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে রাত ৪ টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে তার শশুর বাড়ী থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরেরদিন (মঙ্গলবার) সকাল ১১ টায় আসামি কে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়।