ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের বিলের পানি অপসারণে মালিরঅংক বাজার বেইলি সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া সেই খালে অবৈধ স্থাপনা অপসারণ ও খাল খননকাজের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।গুরুত্বপূর্ণ এ খালের দুই পাশে অবৈধ স্থাপনা অপসারণ ও খননকরে পানি প্রবাহ সচল করা এবং দখল মুক্ত করে ব্যবহার উপযোগী করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল আউয়াল গনমাধ্যমকে জানান, আগামী ৩ এপ্রিল এর মধ্যে ৫ কিলোমিটার এ খাল খননের কাজ শুরু হবে। খালের উপরে থাকা সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হচ্ছে।স্থানীয়রা জানান, এ খাল খনন হলে বিলের পানি দ্রুত অপসারণ হয়ে যাবে। এতে ক্ষতির হাত থেকে রক্ষা পাবে স্থানীয় কৃষকদের কয়েক কোটি টাকার স্বপ্নের ফসল। দীর্ঘদিন পর খাল খনন হওয়ায় কথা শুনে খুশি কৃষকরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, এক সময়ের প্রায় ৫০ ফিট প্রস্থের খাল বর্তমানে মাত্র পাঁচ থেকে সাত ফিটে পরিণত হয়েছে। এবং মালিরঅংক বেইলি সেতুর দুই পাশে সম্পুর্ণ খালটি দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।স্থানীয় এক কৃষক বলেন, খালটি সম্পুর্ণ দখল করে বাড়ি নির্মাণ করার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে তাই বিলের কয়েক হাজার বিঘা জমি পানিতে ডুবে যায়। এখন ইউএনও খাল খনন করে দিবেন। ঠিকঠাক পানি বের হলে আমাদের ফসলের ক্ষতি হবে না।