ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও গ্রামে ঘনবসতিপূর্ণ জায়গায় শ্মশান ঘাট নির্মাণ ও লাশ দাহ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গত (২৩ এপ্রিল) রবিবার ভুক্তভোগী পরিবারের আয়োজনে রোববার দুপুর ১২ টার দিকে মানববন্ধন করেন গ্রামটির নারী-পুরুষ ও শিশুসহ ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেয়া প্রতিবাদকারীরা জানান , এ গ্রামে প্রায় এক হাজার ২০০ মুসলিম পরিবার বসবাস করে। এ ছাড়া কয়েকটি মসজিদ ও স্কুল রয়েছে। রাস্তার পাশের একটি সরকারি জমিতে হিন্দুদের লাশ দাহ করায় এর গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এলাকার শিশুসহ বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ে। তাদের দাবি, ঘনবসতিপূর্ণ জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় লাশ পোড়ানো হোক।
এ সময় স্থানীয় ইদ্রিস ফরাজী, আব্দুল আউয়াল ব্যাপারী, আলী হোসেন মোল্লা, ইয়াকুব ফরাজী, স্বপন মোল্লা, ইয়াসমিন বেগম, ইউনুছ মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।