ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৫শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের বাসিন্দা সমাজ সেবক আওয়ামী নেতা শেখ শাহীন এবছর পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে তৃতীয়বারের মতো ঈদ সামগ্রী বিতরণ করেছেন৷ রাতের আঁধারে ৫শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে দুই কেজি গরুর মাংস ও ২ কেজি করে পোলাও চাল বিতরণ করা হয়।
জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছর রোজার আগের দিন চার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী, ২৩ রমজান ঈদ উপহার হিসেবে ৬ শতাধিক পরিবার মাঝে শাড়ী, লুঙ্গিসহ নগদ অর্থ প্রদান ও ২৯ রমজান রাতে ৫শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেন।
সমাজ সেবক আওয়ামী লীগ নেতা শেখ শাহীন জানান, আমি প্রতি বছর আমার ইউনিয়নবাসীকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। সে প্রেক্ষিতে এ বছর রমজান মাসে তৃতীয়বারের মতে উপহার সামগ্রী বিতরণ করেছি। দেশে প্রতিটি দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। অতিরিক্ত দাম থাকায় অসহায় গরীব মানুষগুলো কাঙ্ক্ষিত খাবারগুলো কিনে খেতে পারছে না। তাই রোজার আগের দিন চার শতাধিক পরিবারের প্রত্যেককে ১৮ কেজির একটি প্যাকেজ দেই। সেখানে চাল, ডাল, তেল, চিনি, পেয়াজ, আলুসহ ইফতার সামগ্রী দেওয়া হয়। এরপর ২৩ রমজান ৫শতাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেছি। সে সাথে ২৯ রমজান রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে ৫ শতাধিক পরিবারের প্রত্যেককে ২ কেজি গরুর মাংস ও ২ কেজি পোলার চাল বিতরণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন কনকসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাক, উপজেলা আওয়ামী যুবলীগের সহসম্পাদক রাসেল আলম রাজু, ইউপি সদস্য তোফায়েল আহমেদ, তপন শেখ প্রমুখ।