মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

লৌহজংয়ে পালন করা হয়নি হানাদারমুক্ত দিবস

প্রতিবেদক
ঢাকার টাইম
নভেম্বর ১৫, ২০২২ ৭:৪৯ পূর্বাহ্ণ

ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

১৯৭১ সালের ১৪ নভেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে মুন্সীগঞ্জের লৌহজং থানা পাক হানাদারমুক্ত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর ১৪ নভেম্বর পাক হানাদারমুক্ত দিবস পালন করা হয়। গত বছরও দিবসটি জাঁকজমকভাবে পালন করা হলেও এ বছর ১৪ নভেম্বর দিবসটি পালন করা হয়নি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধারা।
এ বছর দিবসটি পালন না করার কারণ হিসেবে জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী ভারত সফরে আছেন। এ ছাড়া সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম বাহার অসুস্থ থাকায় দিবসটিতে কোনো কর্মসূচি রাখা হয়নি।

তবে বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল গফুরকে এ বছর হানাদারমুক্ত দিবস পালনের আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়। তিনিসহ আরও কয়েকজন বীর মুক্তিযোদ্ধা গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়ালের সাথে দেখা করতে যান এবং তাঁকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।

মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন জানান, ডেপুটি কমান্ডার বিদেশে অবস্থান করায় মুক্তিযোদ্ধা ডা. আব্দুল গফুরকে হানাদারমুক্ত দিবস পালনের আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল গফুর জানান, আমিসহ ২০ জন মুক্তিযোদ্ধা সংসদের কমপ্লেক্সে ১১টায় উপস্থিত ছিলাম। ইউএনও না আসায় আমরা কোনো কর্মসূচি পালন না করেই চলে আসি।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, স্থানীয়ভাবে হানাদারমুক্ত দিবস পালন একটি বেসরকারি প্রোগ্রাম। আমার কাছে কয়েকজন মুক্তিযোদ্ধা এলে আমি তাঁদের অনুষ্ঠানে থাকার সম্মতি দিই। কিন্তু একই দিন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ডিজিটাল উদ্ভাবনী মেলা থাকায় বেলা ১ টায় জানতে পারি ডেপুটি কমান্ডার বিদেশে অবস্থান করায় এবং কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি অসুস্থ থাকায় দিবসটি পালন করা হয়নি।

বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল জানান, দুপুর ২টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে গেট তালাবদ্ধ দেখতে পাই। কাকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে জানি না। মুক্তিযোদ্ধাদের মধ্যে মাহবুবুল আলম মনির, নুরুল আমিন মোড়ল ও দিদার হোসেন হানাদারমুক্ত দিবস পালন করা নিয়ে তাঁদের কেউ কিছু জানায়নি বলে জানান।

গত ৫ নভেম্বর ২৯০ জীবিত মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এত সংখ্যক মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও হানাদারমুক্ত দিবস পালন না করাটা দুঃখ ও লজ্জাজনক বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।#

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

চেয়ারম্যান বাবু’কে তালন্দ ইউনিয়ন আ’লীগের আবারও সভাপতি চাই তৃনমূল

সচ্ছতায় ফিরে এসেছে জাজিরা উপজেলা সেটেলমেন্ট অফিস।

সেন্টমার্টিনপ পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক সম্পন্ন

ঈশ্বরদীতে সাংবাদিক পেটানোর মামলায় আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ

সুনামগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি মিজানুর রহমানের গনসংযোগ ও নির্বাচনি প্রচরণা

খুলনা বটিয়াঘাটা উপজেলার চান্দামারী মাঠে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা আটক ১

বটিয়াঘাটা সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম পবিদর্শনে সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ

সুজানগরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বিশেষ বর্ধিত সভা

মান্দায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট