ফৌজি হাসান খান রিকু,লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ হাজ্বী মো.দেলোয়ার হোসেন ঢালী কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মো. দেলোয়ার হোসেন ঢালী উপজেলার কনকসার ইউনিয়নের ধীৎপুর গ্ৰামের বাসিন্দা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি তাঁর স্ত্রী,দুই পুত্র,দুই কন্যা ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
১২ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজ শেষে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) ইলিয়াস শিকদারের নেতৃত্বে লৌহজং থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করেন।রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে গভীর শ্রদ্ধায় দাফন করা হয়।
তার জানাযার নামাজে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।