সানজিদ মাহমুদ সুজন, জেলা প্রতিনিধি শরীয়তপুর ঃ
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জাজিরায় জেলা পরিষদ অডিটরিয়ামে এক ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় কতটুকু, অগ্রসর হয়েছে, দেশবাসীর সামনে তুলে ধরাই মূলত এ মেলার উদ্দ্যেশ্য।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টার সময় মেলার শুভ উদ্ভোধন করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল। মেলা উদ্বোধনের পর জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, কৃষি অফিসার কৃষিবিদ মো. জামাল হোসেন, সমাজসেবা অফিসার মো. সৌরভ রেজা শিহাব, যুব উন্নয়ন অফিসার আলমগীর হোসেন শাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধির মধ্যে জাজিরা উপজেলার আওয়ামিলীগ সভাপতি, মাস্টার জি, এম নুরুল হক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানা যায়, ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশনায়, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল উদ্ভাবনী নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষকে অন্তর্ভুক্তি করণ, উপজেলা সংশ্লিষ্ট দফতর গুলো কি কি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে, তার প্রদর্শনী করাই মেলার মূল উদ্দেশ্য।