শরীয়তপুর থেকে আক্তার হোসেনঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বেড়া চাক্কি গ্রামে, নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে, বালু খেকো আব্দুল ভাসানী নামের এক ব্যক্তি।
অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বেড়া চাক্কি মোজার, ১৩০ নং সঃ প্রাঃ বিদ্যালয়ের পশ্চিম পাসে, খেয়া ঘাটে রাতে ও দিনে বালু উত্তলন করে ৭ থেকে ৮ টাকা দামে বিক্রি করছে অসাধু ড্রেজার ব্যবসাীরা।
অবৈধ ড্রেজার মেশিন প্রতিনিয়ত যদি এভাবে চলতে থাকে, তাহলে পার্শ্ববর্তী কৃষি জমি, দুটি রাস্তা, একটি ব্রিজ,ও দুই পাড়ে থাকা শতাধিক বসতবাড়ি যেকোনো সময় হুমকির মুখে পরতে পারে।
এলাকার সুত্রে জানাযায় মাঝেমধ্যেই নদীতে চলে অবৈধ ড্রেজার মেশিন,
মা- ইলিশ অভিযানে বন্ধ ছিলো অবৈধ ড্রেজার, এখন এক সপ্তাহ ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের জমিজমা নষ্ট করে অবাধে চালাচ্ছে ড্রেজার। ৫৫ বছর বয়সের এক ব্যক্তির সাথে কথা বল্লে তিনি বলেন আমরা নদীর পাড়ে থাকা মানুষ ড্রেজারের কারণে অনেক হুমকিতে আছি, ভয়ে কিছু বলতে পারিনা, তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।