শরীয়তপুর থেকে আক্তার হোসেন
শরীয়তপুর জেলা জাজিরা উপজেলায় সেনাপ্রধানের পক্ষ থেকে সাভার এরিয়ার আওতাধীন শেখ রাসেল ক্যান্টনমেন্টের ভ্যালিয়েন্ট টাইগার্স/২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । বুধবার (১৮-এপ্রিল) সকালে দিয়ারা নাওডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
এসময় ৫৫০ টি পরিবারকে এই ঈদ সামগ্রী দেয়া হয়। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজিউর রহমান এবং ক্যাপ্টেন দ্বীন মোহাম্মদ।
ঈদ সামগ্রী বিতরণ শেষে ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব বলেন, আমাদের সমাজে অনেকেই আছেন যারা হয়তো ঠিকমতো ঈদ করতে পারেনা। তাদের জন্য আমাদের সেনাপ্রধানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হলো।