সানজিদ মাহমুদ সুজন, জেলা প্রতিনিধি শরীয়তপুর :
শরীয়তপুর নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সরু মহাসড়কে বিআরটিসি বাস খাদে পড়ে অন্তত ২০-২৩ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহতদের জাজিরা ও শরীয়তপুর সদর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ডামুড্যা থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস নড়িয়া উপজেলার জামতলা বেইলীব্রীজ সংলগ্ন এলাকায় অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।
এসময় আশেপাশে থাকা স্থানীয় লোকজন অন্তত ২০-২৩ জনকে উদ্ধার করে জাজিরা ও শরীয়তপুর সদর স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। তবে এখনও পর্যন্ত কোন নিহতের সংবাদ পাওয়া যায়নি।
স্থানীয় জয়নাল আবেদীন জানান, আমি মাঠে কাজ করছিলাম হঠাৎ দেখি বিআরটিসির বাসটি উল্টে পড়ে গিয়েছে। আমরা তাৎক্ষনিক এসে অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে কেউ মারা যায়নি।
এ সময় উত্তেজিত জনতা বলেন, রাস্তা খুবু সরু,কিন্তু দূরপাল্লার বাস চলাচলকরে খুবি গতি নিয়ে, বাসগেলে পাশ থেকে মনে হয়, উরিয়ে নিয়ে যাচ্ছে।শরীয়তপুরে পদ্মা সেতু হয়েছে,আমাদের কোন লাভটা হইছে?হাসিনা হাসিনা কইরা বি,এন,পির আমল গেলো অবমূল্যায়নে।আর এখনতো মরনফাদ তৈরী হয়েছে,আমাদের থেকে রোহিংগাদের সুবিধাও বেশি।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক আমজাদ হোসাইন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। তবে বাসের নিচে কেউ রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, একটি গাড়ি অপর গাড়িকে সাইট দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৮ থেকে ১০ জন আহত হওয়ার সংবাদ পেয়েছি। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে স্থানীয়রা।