মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সাইদা খানম । তিনি এর আগে রাজশাহী বাগমারা উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে শাজাহানপুরের সদ্য বিদায়ী ইউএনও আসিফ আহমেদ সাইদা খানমের নিকট দায়িত্ব হস্তান্তর করেন । বিদায়ী ইউএনও চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়িত হয়েছেন । অপর দিকে মঞলবার বিকালে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে যোগদান করেছেন আমবার হোসেন । তিনি ইতিপূর্বে কাহালু থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন । শাজাহানপুর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন কাহালু থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলী হয়েছেন ।