সোমবার , ১৪ নভেম্বর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আরো
  10. আলোচনা সভা
  11. ইসলামিক
  12. উদ্ধার
  13. কবিতা
  14. কমিটি গঠন
  15. কৃষি সংবাদ

শান্তিপূর্ণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্রতিবেদক
ঢাকার টাইম
নভেম্বর ১৪, ২০২২ ১:০৭ অপরাহ্ণ

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ

সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উচ্চ আদালতের নির্দেশনায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ২টি সংরক্ষিত ও ৫টি সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারন সদস্য পদে নির্বাচিতরা হলেন- ০১ নম্বর ওয়ার্ডে আব্দুল জলিল, ০২ নম্বর ওয়ার্ডে তারিক-উজ-জামান সুমন, ০৩ নম্বর ওয়ার্ডে কবির আহমদ খান, ০৪ নম্বর ওয়ার্ডে মোসা. হোসনে আরা, ০৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম এবং সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচিতরা হলেন- ০১ নম্বর ওয়ার্ডে তাসলিমা খাতুন ও ০২ নম্বর ওয়ার্ডে সাবিহা শবনম কেয়া।

উল্লেখ্য, সংরক্ষীত মহিলা আসনের বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানান সাকিনা খাতুন পারুল মিনহাজ, সাকিউল ইসলাম সাকিলসহ অন্যরা।

সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ৫টি সাধারণ ও ২টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য ৫ জন প্রিজাইডিং, ১০ জন সহকারী প্রিজাইডিং এবং ২০ জন পোলিং কর্মকর্তা হিসেবে ভোটগ্রহণ করেন। তাদেরকে গত ১১ ও ১২ নভেম্বর কিভাবে ইভিএমে ভোটগ্রহণ করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৫ কেন্দ্রের জন্য ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছে।

এবার জেলার ৫টি উপজেলায় ৫টি সাধারণ ওয়ার্ডে ২০ জন এবং ২টি সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে (সদর উপজেলা) আব্দুল জলিল বৈদ্যুতিক পাখা প্রতীকে ১২৪ ভোট, মোহা. সেলিম রেজা টিউবওয়েল প্রতীকে ০১ ভোট , মো. আবুল কালাম আজাদ তালা প্রতীকে ০১ ভোট, মো. আব্দুল হাকিম হাতি প্রতীকে ৭২ ভোট, মো. জালাল উদ্দিন উটপাখি প্রতীকে ০১ ভোট, মো. রফিকুল ইসলাম অটোরিকশা প্রতীকে ০২ ভোট ও মো. শহিদুল ইসলাম বক প্রতীকে ০৪ ভোট পেয়েছেন।

০২ নম্বর সাধারণ ওয়ার্ডে (নাচোল উপজেলা) মো. আনারুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ১৯ ভোট, মো. তারিক-উজ-জামান সুমন তালা প্রতীকে ৪৮ ভোট ও মো. রয়েল বিশ্বাস অটোরিকশা প্রতীকে ০১ ভোট পেয়েছেন। তবে এদের মধ্যে রয়েল বিশ্বাস সংবাদ সম্মেলন করে ভোট না করার সিদ্ধান্ত জানিয়েছেন।

০৩ নম্বর সাধারণ ওয়ার্ডে (গোমস্তাপুর উপজেলা) প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন প্রার্থী। এদের মধ্যে কবীর আহম্মেদ খান টিউবওয়েল প্রতীকে ৪৭ ভোট, মো. আশরাফুল হক অটোরিকশা প্রতীকে ২৬ ভোট, মো. মোকসেদুর রহমান হাতি প্রতীকে ৪৩ ভোট ও মো. হাবিবুর রহমান তালা প্রতীকে ০২ ভোট পেয়েছেন।

০৪ নম্বর সাধারণ ওয়ার্ডে (ভোলাহাট উপজেলা) ভোটের লড়াইয়ে নেমেছেন ৪ জন। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। মোসা. উম্মে নূরজাহান নিশি তালা প্রতীকে ১৬ ভোট, মোসা. হোসনে আরা হাতি প্রতীকে ২৩ ভোট, মো. কামরুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীকে শূন্য ভোট ও মো. হারুন অর রশিদ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৬ ভোট।

অন্যদিকে, ০৫ নম্বর সাধারণ ওয়ার্ডে (শিবগঞ্জ উপজেলা) মোহা. কামাল উদ্দিন হাতি প্রতীকে ৯১ ভোট ও আব্দুস সালাম তালা প্রতীকে পেয়েছেন ১১৫ ভোট।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনকে আগেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

মোংলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

কাউনিয়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার

বদলগাছীতে প্রেমে বাধা দেয়ায়, মা মেয়ের দ্বন্দ্বে মেয়ের আত্মহত্যা

ইরফান সেলিমের এক বছরের জেল

ইরফান সেলিমের এক বছরের জেল

জনসভা সফল করার লক্ষ্যে বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু’নেতৃত্বে প্রচার মিছিল

বছরের প্রথম দিনেই বই পেল শিক্ষাত্রীরাঃখুশিতে বাড়ি ফিরলো সোনাবাড়ীয়ার মাদ্রাসা শিক্ষাত্রীগণ

বারহাট্টার সিংহ পুরুষ সুলতান আহম্মেদ নূরীর ২১তম মৃত্যুবার্ষিকী পালন:

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর উপহার বিতরণ

বিপিএল এ টানা ৪ জয়ে টেবিল টপার মাশরাফির সিলেট স্ট্রাইকার্স

বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন আব্দুর রহিম সরকার।

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট