আমিনুল হক বাবু , শাহজাদপুর উপজেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে মদিনা (১০) নামের বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে শিশু সহ অপহরণ কারী আটক হয়েছে।
অপহরণের শিকার শিশু শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর নিকারীপাড়ার ডাব বিক্রেতা মাসুদের মেয়ে। অভিযুক্ত অপহরণকারী শাহাদত হোসেন দ্বারিয়াপুর বাজার পাড়ার মৃত রমজানের পুত্র।
জানা যায়, শুক্রবার (৫ মে) সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর নিকারীপাড়ার ডাব বিক্রেতা মাসুদের বুদ্ধী প্রতিবন্ধী শিশু মেয়ে নিখোজ হয়।
অনেক খোজাখুজির পর রাত অনুমানিক ৮ টায় উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা বাজারে শিশুটিকে পরিবারের লোকজন শাহাদত হোসেনের কাছে দেখতে পায়।
পরে তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে শাহাদতের কাছ থেকে উদ্ধার করে এবং শাহাদতকে আটক করা হয়।
পরে খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপহরণের শিকার শিশু মদিনাকে উদ্ধার করে ও অপহরণকারী শাহাদত হোসেনকে আটককে থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে অপহরণের শিকার শিশু মদিনার পিতা মাসুদ জানায়, সন্ধ্যার পর থেকে আমার মেয়েকে কোথাও খুজে পাওয়া যাচ্ছিলনা। পরে খোজাখুজির এক পর্যায়ে জানতে পারি যে শাহাদত নামের এক ব্যাক্তি আমার মেয়েকে রিকশাযোগে নগরডালা বাজারের দিকে দিকে নিয়ে গেছে।
পরে আমরা নগরডালা বাজারে উপস্থিত হলে শাহাদতের কাছে আমার মেয়েকে পাওয়া যায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় আমার মেয়েকে উদ্ধার করা হয় এবং শাহাদতকে আটক করা হয়।
এই বিষয়ে স্থানীয়রা জানায় বেশকিছুক্ষণ যাবত আমরা আটককৃত ব্যক্তিকে শিশুটিকে সাথে নিয়ে ঘোরাঘুরি করতে দেখতে পাই। পরে তার পরিবারের লোকজন এলে আমরা বুঝতে পারি যে শিশুটিকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নিয়ে আসা হয়েছিল।
এই বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে অপহরণের শিকার শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী শাহাদতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, আগামীকাল শিশুটির ডাক্তারি পরিক্ষা করানো হবে এবং একজন মেজিস্ট্রেটের সামনে জবানবন্দী গহন করা হবে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।