আমিনুল হক বাবু, শাহজাদপুর উপজেলা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২৩ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল ফিড নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে। এসময় ভেজাল গো-খাদ্য উৎপাদনের সাথে জড়িত থাকায় ২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভুমি লিয়াকত সালমান, আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ মাহফুজুর রহমান, ইআই প্রধান মো. জিয়াউর রহমান, থানার এএসআই ওবায়দুর রহমানসহ পুলিশের একটি দল।
জানা যায়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড়ে অবস্থিত পরিত্যাক্ত বাংলাদেশ সলভেন্ট অয়েল মিলে অভিযান চালানো হয়।
এসময় ভিভিন্ন ব্র্যান্ডের মোট ২২৩ বস্তা ভেজাল গো-খাদ্য জব্দ করা হয়। পরে গো-খাদ্য উৎপাদনের সাথে জড়িত ব্যাবসায়ী এরশাদ ও মিল ম্যানেজার সুমনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০১০ সালের পুশু খাদ্য ও মৎস্য খাদ্য আইনে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এবং জব্দকৃত ২২৩ বস্তা গো-খাদ্য নদীতে ফেলে ধ্বংসের নির্দেশ দেয়া হয়।
পরে সহকারি কমিশনার লিয়াকত সালমান ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেনের উপস্থিতিতে ২২৩ বস্তা গো-খাদ্য ট্রাক ভর্তি করে বাঘাবাড়ির বড়াল সেতুর উপর থেকে বড়াল নদীতে ফেলে দেয়া হয়।
এই বিষয়ে সহকারী কমিশনার ভুমি মো. লিয়াকত সালমান বলেন, গো-সম্পদ সমৃদ্ধ শাহজাদপুরে ভেজাল খাদ্য বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ভেজাল গো-খাদ্য বিরোধী অভিযানে উৎপাদনের সাথে জড়িত থাকার দায়ে ব্যবসায়ী ও মিলের কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। এবং জব্দকৃত ২২৩ বস্তা গো-খাদ্য নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে।