বিধি মোতাবেক ” পীরগাছা উপজেলা আওতাধীন তাম্বুলপুর ইউনিয়নের নেকমামুদ রামগোপাল প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান”নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের পাঠদানের জন্য কিছু সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১/পদের নাম-সহকারী শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা-স্নাতক/সমমান।
২/পদের সংখ্যা-মোট(০৫)জন।
পুরুষ-(০৩)জন
মহিলা-(০২)জন।
বেতন/ভাতা/সম্মানী আলোচনা সাপেক্ষে,অভিজ্ঞ প্রার্থীদের কে অগ্রাধিকার দেওয়া হবে। ই-মেইল অথবা সরাসরি আবেদন পত্র পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা (অধ্যক্ষ)
নেকমামুদ আপডেট পাবলিক স্কুল।
তাম্বুলপুর,পীরগাছা
রংপুর।
Email: nupschool21@
gmail.come
Mobile:01822507777
website: nupschool.come