বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অভিযান
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আগুন দুর্ঘটনা
  7. আটক
  8. আত্মহত্যা
  9. আন্তর্জাতিক
  10. আরো
  11. আলোচনা সভা
  12. ইসলামিক
  13. উদ্ধার
  14. কবিতা
  15. কমিটি গঠন

শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে সরকারি উপবৃত্তি টাকার আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছে ২০০ টাকা নেওয়ার অভিযোগ

প্রতিবেদক
ঢাকার টাইম
নভেম্বর ১৫, ২০২৩ ৩:০৮ অপরাহ্ণ

মাসুদ রানা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্মসূচির (উপবৃত্তি) আওতায় আসার জন্য কলেজে একাদশ শিক্ষার্থীদের আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অফিস সহকারী মোঃ আহমদুল ইসলাম ( তপন ) এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে সাংবাদিকবৃন্দ গেলে অফিস সহকারী মোঃ আহমদুল ইসলাম তপন ২০০ টাকা করে নেওয়ার বিষয়টি স্বীকার করে , বলেন অনলাইনে কাজ করতে এ খরচ লাগে। এবং বলেন ২০০ টাকা করে গত দুই বছর ধরে নেওয়া হয়। এবং আরো বলেন উপবৃত্তি আবেদনের সকল কাগজ পত্র অধ্যক্ষ মোহাঃ নুরুল ইসলাম স্যারকে দিলে তা বাইরের কম্পিউটার দোকানে কাজ করেন। এ বিষয়ে আরো কিছু জানতে চাইলে অধ্যক্ষের সাথে কথা বলেন।এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।

টাকা নেওয়ার যুক্তি হিসেবে জানতে চাইলে অফিস সহকারী মোসাঃ নার্গিস ও মোঃ আহমদুল ইসলাম তপন জানান, অনলাইনে কাজ করতে এ খরচ লাগে। এছাড়া ও আবার খাবার খরচ আছে।এ বিষয়ে অধ্যক্ষ মোহাঃ নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে বলেন, টাকা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। সেখানে তিনি (অফিস সহকারী) কেন টাকা চেয়েছেন তা খতিয়ে দেখা হবে।’
কলেজ সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে প্রায় ৩১৫ জন শিক্ষার্থী। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘উপবৃত্তির জন্য কলেজে আবেদন করেছি। এ জন্য অফিস সহকারী দুইশত টাকা দাবি করেন। কলেজে টাকা না দিলে নাকি আমাদের উপবৃত্তির আবেদন জমা নিবে না।
নাম প্রকাশ না করে এক অভিভাবক বলেন, ‘উপবৃত্তি
গরিব শিক্ষার্থীদের জন্য। এটা পেতে তো কোনো টাকা লাগার কথা নয়। আর যদিও অনলাইন খরচ লাগে তাহলে সর্বচ্য ৫০ টাকা লাগবে,এর বেশি লাগার কথা না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপবৃত্তির তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে শিক্ষার্থীদের কাছ থেকে এক টাকা নেওয়ারও বিধান নেই।

কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপবৃত্তি করে দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সারা দেশ

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া মাদকবিরোধী অভিযানে দুইজন মাদক কারবারি গ্রেফতার,,

যে অনুভূতি ও কাজে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়

যে অনুভূতি ও কাজে আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি হয়

নবীগঞ্জে হামিদুর রহমান হিলালের দ্বিতীয় বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিযোতিতা মূলক নয়-সহযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছে সরকার -প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য

সাপাহারে জনগনের হাতে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক

ঘুষ না দেওয়ায় প্রধান শিক্ষককে প্রত্যাহার! প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রুয়েটে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি জেলা পরিষদের গাড়ি পার্কিং ভেঙে নিহত শ্রমিকের পরিবারকে ১লক্ষ টাকা হস্তান্তর

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জম্মদিন পালন

পত্নিতলায় হটাৎ খড়ের পালায় আগুম, জনমনে আতঙ্ক!

%d bloggers like this:

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট