নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলার মিয়ার গাও গ্রামে আজ দুপুর ১২টার দিকে ছুরির আঘাতে সিরাজ(৫৫)উদ্দিন নামক এক ব্যক্তি নিহত হয়েছেন।নিহত সিরাজ উদ্দিন মিয়ার গাওয়ের মৃত,আফছার উদ্দিনের ছেলে ।
স্থানীয় সুত্রে জানা যায়,
আপন ভাইয়ের সাথে জমি সংক্রান্ত বিরোধের কারনে হত্যাকান্ড ঘটেছে।মৃত সিরাজ এর ছেলে সজীব জানান,ইব্রাহিম খন্দকার,ছালাম খন্দকার,মিজান খন্দকার,সফিকুল খন্দকার,নজরুল খন্দকার,অহিদুল্লাহ খন্দকার,মোহাম্মদ খন্দকার,
হোসেন খন্দকার, হাসেন খন্দকার সহ আরো ১০/১২ জনের একটি দল বাড়ীর ভিতর ডুকে ধারালো অস্ত্র,দিয়ে এলোপাতাড়ি
কোপাতে থাকে।এতে করে সিরাজ ও তার স্ত্রী মোসলেমা বেগম গুরুতর জখম হলে, তাদেরকে স্থানীয়
লোকজন উদ্ধার করে, নরসিংদী সদর হাসপাতালে নিলে, কতব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা যায়।