স্টাফ রিপোর্টার
পিতার জন্ম সনদে স্বাক্ষর নিতে গিয়ে এসএসসি পরিক্ষার্থী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শৈলকুপার সারুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পলাতক আনোয়ার হোসেনকে গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সাধারণ জনতা। রবিবার বিকালে কাতলাগাড়ী নতুন বাজারে এ মানববন্ধনে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় নারী পুরুষ একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর বৃহস্পতিবার কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের পুত্র ৬ নং সারটিয়া ইউনিয়ন বর্তমান মেম্বর আনোয়ার হোসেনের বাড়িতে ধর্ষিতা তার পিতার জন্ম সনদে স্বাক্ষর দেওয়ার কথা বলে দোতলার একটি কক্ষে নিয়ে ধর্ষন করে বলে অভিযোগ করে। পরে ভুক্তভোগী কিশোরী বাড়ি ফিরে তার পরিবারের নিকট জানালে ভিকটিমের মা লাভলী খাতুন বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করে। ১০ দিন অতিবাহিত হলেও আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি ঠাকুর দাস মন্ডল জানান, সারুটিয়া ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার সহযোগি হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।