রাসেল কবির স্টাফ রিপোর্টার,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক-মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী কৃষ্ণ দাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর- নওয়াবেঁকী সড়কের চুনারব্রীজ নামক স্থানে। সে উপজেলার ঈশ্বরীপুর গ্রামের অশোক দাসের ছেলে।প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানায়, বিকালের দিকে ব্যবসায়িক কাজে ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে কৃষ্ণ দাস নওয়াবেঁকী বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে মাছ ভর্তি ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ২২-৮৪৭৯) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাক চাপায় কৃষ্ণ ঘটনাস্থলে নিহত হয়। ওই সময় ট্রাক চালক দ্রæত পালিয়ে যায়। ঘটনাস্থলে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকটি সিটকে পার্শ্ববর্তী ঘেরের পানিতে পড়ে যায়।শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পালিয়ে গেছে। ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে।